
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপের বাছাইপর্বে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৮টা ১৫ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন। ওই ম্যাচকে নিয়ে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ফুটবল এক্সাপার্ট।
এদিকে, দলের সেরা খেলোয়াড়কে ছাড়া খেলতে নামাটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এদগার্দো বাউজা। বার্সেলোনা ফরোয়ার্ডকে ভীষণ মিস করবেন তিনি। তবে দলে যারা আছেন, তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে চান আর্জেন্টাইন এই কোচ।
মেসিহীন আর্জেন্টিনার আক্রমণভাবে রাখা হয়নি গঞ্জালো হিগুয়েনকে। সার্জি আগুয়েরোর সঙ্গে রয়েছেন দুই উইঙ্গার/অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়া ও ফরোয়ার্ড পাওলো দিবালা। আগুয়েরোর পালন করবেন মূল স্ট্রাইকারের ভূমিকা। রক্ষণভাগে মার্কোস রোহোর সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পাবলো জাবালেতা। গোলবারের অতেন্দ্র প্রহরীর দায়িত্বে রয়েছেন সার্জিও রোমেরো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :
গোলরক্ষক : সার্জিও রোমেরো
ডিফেন্ডার: পাবলো জাবালেতা, নিকোলাস ওতামান্দি, ফিউনেস মুরি, মার্কোস রোহো
মিডফিল্ডার : হ্যাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, এরিক লামেলা, অ্যাঙ্গেল ডি মারিয়া
ফরোয়ার্ড : সার্জি আগুয়েরো ও পাওলো দিবালা।