
বিনোদন
মাফিয়া ডন দাউদের চরিত্রে ফারহান!
ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ক্যারিয়ারে প্রথমবারের মত কোনো আন্ডারওয়ার্ল্ড ডনের চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারহান আখতার। তাও আবার যে সে ডন নয়; বর্তমান মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের চরিত্রে! অসীম আলুওয়ালিয়া পরিচালিত গ্যাংস্টার অরুণ গাওলির বায়োপিকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ফারহানকে। গত জুনে খারের একটি বাংলোয় একদিনের শ্যুটিংও সেরে ফেলেছেন তিনি। বাকি আছে আরো একদিনের কাজ। দাউদ ইব্রাহিমের বহুল প্রসিদ্ধ গোঁফওয়ালা লুকেই দেখা যাবে ফারহানকে। প্রসঙ্গতঃ ‘ড্যাডি’ নামাঙ্কিত গ্যাংস্টার অরুণ গাওলির এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন অর্জুন রামপাল।