বিনোদন

না ফেরার দেশে ‘থ্রিলার’ গানের স্রষ্টা রড টেম্পারটন

ঢাকা, ০৬ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

গানের জগতের সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হয়েছেন অনেক আগেই। এবার এই পপ তারকার গাওয়া বিখ্যাত গানের স্রষ্টাও চলে গেলেন না ফেরার দেশে। মাইকেল জ্যাকসনের বিখ্যাত জনপ্রিয় গান ‘থ্রিলার’ ও ‘রক উইথ ইউ’ এর জনক রড টেম্পারটন আর নেই। ৬৬ বছর বয়সে মারা গেছেন ব্রিটিশ সঙ্গীত লেখক।

মিউজিক কোম্পানি ওয়ারনার/চ্যাপেলের চেয়ারম্যান জন প্ল্যাটের পক্ষ থেকে জানা গেছে, ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা অবস্থায় মারা গিয়েছেন রড টেম্পারটন। আর এই মৃত্যু আজ নয়, বিখ্যাত এই তারকা প্রয়াত হয়েছেন সপ্তাহখানেক আগে। আর এই সংবাদটি প্রচার হওয়ার পর থেকেই শোকবার্তা লেখা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

সূত্র থেকে জানা গেছে, রডের পরিবারের অনুরোধে সঙ্গীত লেখকের মৃত্যু সংবাদ গোপন রাখা হয়। উল্লেখ্য, রড টেম্পারটন ১৯৯০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডে ভূষিত হন। ১৯৮৬ সালে দুবার অস্কারে মনোনয়ন পান তিনি।

Show More

আরো সংবাদ...

Back to top button