
জেলার সংবাদ
পারাবতের ইঞ্জিনে আগুন, সিলেট-ঢাকা ট্রেন যোগাযোগ বন্ধ
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): হবিগঞ্জের মাধবপুরে পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ভারত সীমান্তের কাছে নওয়াপাড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের সামনের বগিতে আগুন ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাইদ বাংলানিউজকে বলেন, ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রের কাজ চলছে। সেখানে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক আব্দুস শহিদ জানান, আুগনের ঘটনায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।