জাতীয়

দোয়া চেয়েছেন নার্গিসের স্বজনরা

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সিলেটে বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের জন্য দোয়া চেয়েছেন তার স্বজনরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও অনেকে তার জন্য সবাইকে দোয়া করার অনুরাধ করছেন। শরীরে অস্ত্রোপচারের পর নার্গিকে স্কয়ার হাসপাতালের আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয়ছে। আইসিইউ এর সামনে থাকা প্রতিটি মানুষ প্রার্থনা করছেন তার জন্য। অন্য রোগীদের স্বজনরাও যেন হয়ে উঠেছেন নার্গিসের স্বজন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার পাশাপাশি তারা ঘাতক বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। নার্গিসের ভাই শাহীন আহমেদ তার বোনের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দেশবাসীর কাছে আবেদন সবাই দোয়া করবেন আমার বোনের জন্য।’ নৈরীতা নিশি নামে একজন লিখছেন, ‘আজ শুক্রবার পবিত্র জুমার দিন। বন্ধুরা আজ আপনারা যারা নামাজ আদায় করতে মসজিদে যাবেন তাদের নিকট আমার আকুল আবেদন আপনারা মন থেকে একবারের জন্য হলেও নার্গিসের জন্য দোয়া করবেন।’ এদিকে, খাদিজার মামা আব্দুল বাসেদ শুক্রবার বলেন, ‘আমরা এখন নামাজে যাবো।ওর জন্য দোয়া চাইবো।’ তিনি বলেন, ‘আমাদের এই মেয়েটা পরিবারের সবার চেয়ে অন্যরকম। ওর জন্য সবাই দোয়া করছে যে যেখানে রয়েছে। আমরা সারা দেশের মানুষের কাছে আবেদন করছি, আপনারা আমাদের মেয়েটার জন্য দোয়া করেন। সবার দোয়ায় খোদা যদি মেয়েটাকে আবার আগের মতো করে দেন।’

Show More

আরো সংবাদ...

Back to top button