
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের আহ্বান শত নাগরিকের
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপিপন্থী নাগরিক সংগঠন ‘শত নাগরিক’।
শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে শত নাগরিক আয়োজিত এক সেমিনার থেকে এ আহ্বান জানানো হয়।
শত নাগরিকের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
আরও বক্তৃতা করেন কৃষখ শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ঢাবির সাবেক ভিসি আনোয়ারুল্লাহ চৌধুরী, সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, সুন্দরবন রক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জলবায়ু বিশেষজ্ঞ প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন শত নাগরিকের সদস্য সচিব আবদুল হাই সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে সুন্দরবন ধ্বংসের দায়ে ১০০ বছর পরে হলেও সংশ্লিষ্টরা বিচারের সম্মুখীন হবেন।
তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের ক্ষতি হবে- এটা প্রধানমন্ত্রী খুব ভালো করেই জানেন। কিন্তু ক্ষমতায় থাকলে নেতানেত্রীর আশপাশে যারা থাকেন, তাদের কাছ থেকে সুপরামর্শ পাওয়া বড় কঠিন হয়ে যায়। তাদের খুব বেশি কানকথা শুনতে হয়। ফলে সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়া যায় না।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বহু বছর পর বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আজ যারা সুন্দরবন ধ্বংস করছে, পরবর্তীতে তাদেরও বিচারের সম্মুখীন হওয়া লাগতে পারে।