জাতীয়

হবিগঞ্জে পারাবতের বগি উদ্ধার কাজ শুরু

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

হবিগঞ্জের মাধবপুরের নয়াপড়ায় পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার কাজ শুরু হয়েছে।

শুক্রবার (০৭ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে লাইনচ্যুত বগি সরাতে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদ বাংলানিউজকে জানান, ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে।

এ ঘটনায় সকাল ১০টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এতে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা শ্রীমঙ্গল জংশনে, ঢাকাগামী জয়ন্তিকা শায়েস্তাগঞ্জ জংশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা আজমপুর রেল স্টেশনে আটকা পড়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button