
বঙ্গবন্ধুর উত্তরসূরির হাতেই বাংলাদেশ অধিক নিরাপদ
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ, তারই উত্তরসূরি শেখ হাসিনার হাতে বাংলাদেশ অধিক নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
শুকবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘বঙ্গবন্ধুর যোগ্য উত্তর-সূরি ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু পরিষদ নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।
কাজী আকরাম বলেন, বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই এটি সম্ভব হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আজ বিশ্বনেত্রী হিসেবে পরিচিতি পাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বের কাছে রোল মডেল। আজকের যে বাংলাদেশ তারই স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু।
বেঁচে যাওয়া বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের কাছেই বাংলাদেশ অধিক নিরাপদ উল্লেখ করে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ নিয়ে। শেখ হাসিনার নেতৃত্বের কাছে সকল ষড়যন্ত্র পরাজিত হবেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাকসুদ কামাল বলেন, বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফায়েকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষেদের ডীন আ. ব. ম. ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।