
জাতীয়
পলাতক ২৩০ অপরাধীর তালিকা বিএসএফকে হস্তান্তর করেছে বিজিবি
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পলাতক ২৩০ অপরাধীর তালিকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। ভারতের নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে সদ্যসমাপ্ত ৪৩তম সীমান্ত সম্মেলন শেষে দেশে ফেরার পর শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।