জাতীয়

মেধার ভিত্তিতে মেডিকেলে ভর্তি: নাসিম

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মেডিকেলের ভর্তি পরীক্ষায় মেধার দিক থেকে যারা এগিয়ে থাকবে তারাই ভর্তির সুযোগ পাবে’।

শুক্রবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভর্তিচ্ছুদের আমি শুভেচ্ছা জানাই তারা যেন যোগ্যতার প্রমাণ দিয়ে মেডিকেলে ভর্তি হয়ে একজন ভালো চিকিৎসক হওয়ার মাধ্যেমে মা-বাবার স্বপ্ন পূরণ করতে পারে।

এ বছর এমবিবিএস (২০১৬-১৭) শিক্ষাবর্ষে সরকারি কলেজে তিন হাজার ২১২ এবং বেসরকারি কলেজে ছয় হাজার ২০৫টি আসন রয়েছে। শুক্রবার ঢাকাসহ সারা দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করতে সহায়তা করতে তাৎক্ষণিকভাবে ৯৮৫৫৯৩৩ নম্বরে টেলিফোনে এবং ০১৭৫৯-১১৪৪৮৮ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য সবার প্রতি আহবান জানানো হয়েছে।

Show More

আরো সংবাদ...

Back to top button