শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য শুক্রবার পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৬ জন শিক্ষার্থী।

ঢাকাসহ সারাদেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রের ৩৭টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার সরকারি কলেজে আসনসংখ্যা ৩ হাজার ২১২। আর বেসরকারি কলেজে আসনসংখ্যা ৬ হাজার ২০৫।

ভর্তি পরীক্ষার স্বচ্ছতা তদারক করতে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠন করা হয়েছে ‘ওভারসাইড কমিটি’। রয়েছে পরীক্ষা পরিচালনা কমিটি ও মডারেটর। বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকেও মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সম্পৃক্ত করা হয়। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র বহন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র আনার সময় পর্যাপ্ত পরিমাণ ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button