খেলাধুলা

টপাটপ ক্যাচ ফেলছে বাংলাদেশ

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

৬৩ রানে ৩ উইকেট হারানোর পর চাপে ইংল্যান্ড। এর পর জুটি গড়ে ওঠে। সেটি ভাঙা যাচ্ছিল না। কিন্তু যখন সুযোগ এল তখন টপাটপ ক্যাচ ফেলতে শুরু করলেন টাইগার ফিল্ডাররা। বিপজ্জনক হয়ে ওঠা বেন স্টোকসের ক্যাচ তার ৬৯ রানের সময় ফেলেছেন মুহমুদ উল্লাহ। ৭১ রানের সময় মোশাররফ হোসেন লোপ্পা ক্যাচ ফেলায় আরেকটি জীবন পান স্টোকস। ব্যাকফুটেই থেকে যায় বাংলাদেশ।

এই রিপোর্ট লেখার সময় ৩৩ ওভারে ৩ উইকেটে ১৯১ রান ইংল্যান্ডের। মিরপুরে টস জিতে ব্যাট করছে তারা। স্টোকস ৮২ ও অভিষিক্ত বেন ডাকেট ৫০ রানে ব্যাট করছেন।

অ্যালেক্স হেলস, জো রুট ও এউইন মরগ্যান- এই তিন ব্যাটিং স্তম্ভকে ছাড়াই এসেছে ইংল্যান্ড। তাই বাংলাদেশের বোলারদের সামনে দারুণ সুযোগ আসে  ৩ উইকেট তুলে নেওয়ার পর। কিন্তু তাদের হতাশ করে দারুণ খেলে স্টোকস ও ডাকেট শত রানের জুটি গড়ে তোলেন। এরপর বাংলাদেশের হতাশা বাড়ে ৩১ ও ৩২ ওভারে দুটি ক্যাচ পড়লে। প্রথমে তাসকিন আহমেদের বলে স্টোকসকে জীবন দেন অভিজ্ঞ মাহমুদ উল্লাহ। ঠিক পরের ওভারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা হতাশ হন ৩৪ বছরের মোশাররফ ক্যাচ ফেললে।

এর আগে প্রথম আঘাতটা নতুন বলের বোলার শফিউল হেনেছিলেন। তার বলে ভিন্সের ক্যাচ নেন অধিনায়ক মাশরাফি। ৪১ রানে পড়ে ইংল্যান্ডের প্রথম উইকেট।

পঞ্চম ওভারেই স্পিনার আনেন মাশরাফি। বাঁ হাতি সাকিবের পর আসেন মোসাদ্দেক হোসেন। এবং ৬১ থেকে ৬৩ রানে যেতেই দুই উইকেট নেই ইংল্যান্ডের। আগের ওভারে মোসাদ্দেককে ছক্কা মেরেছিলেন রয়। পরের ওভারে সাকিবকেও উড়িয়ে মেরে লং অফে ধরা পড়েন সাব্বিরের হাতে। বড় উইকেট। ঠিক পরের ওভারেই মোসাদ্দেককে মিড অফে ঠেলে একটি রান নিতে গিয়ে শূণ্য হাতেই ফিরে যান বেয়ারস্টো।

বাংলাদেশের একাদশে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলা ইমরুল কায়েস। সৌম্য সরকার বাদ পড়েছেন।  ইংল্যান্ড দলে আজ অভিষেক হয়েছে ব্যাটসম্যান বেন ডাকেট ও পেসার জ্যাক বলের।

 

Show More

আরো সংবাদ...

Back to top button