
খেলাধুলা
অভিষেকেই অর্ধশতক তুলে নিলেন বেন ডাকেট
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
অভিষেকেই অর্ধশতক তুলে নিলেন ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেট।
শুক্রবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হয় ডাকেটের।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ওপেনার জেমি ভিঞ্চ আউট হলে মাঠে নামেন ডাকেট।
ওয়ানডাউনে নামা এ বামহাতি ব্যাটসম্যান ৬৩ বলের সাহায্যে ৫০ রান পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৬০ রানে সাজঘরে ফেরেন তিনি।