
আরও ১০ দিনের সময় পেলো ভারতীয় ক্রিকেট বোর্ড
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
লোধা কমিশনের ১০টি সুপারিশ বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টা সময় বেধে দেয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশ বাস্তবায়ন না করা হলে নতুন আদেশ দেবেন আদালত। যাতে সম্ভাবনা দেখা দিয়েছিল বিসিসিআইর বর্তমান কমিটি ভেঙে দিয়ে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘোষণা দেবেন আদালত।
ভারতীয় ক্রিকেট বোর্ডও ছিল নাছোড়বান্দা। তারা লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না। সেই সুপারিশগুলো বাস্তবায়ন করতে গেলে এমনিতেই বর্তমান কমিটির অনেককে সরে যেতে হবে। আদালত থেকে নতুন আদেশ এলেও সরে যেতে হবে। সুতরাং অনুরাগ সিং অ্যান্ড কোং সিদ্ধান্তই নিয়ে রেখেছে আদালতে দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবেলা করবে।
তবে ভারতীয় সুপ্রিম কোর্টে আজ নানা যুক্তি-তর্ক শেষে আদালত নতুন রায় দিতে সক্ষম হননি। এর জন্য আরো সময় প্রয়োজন। এরই মাঝে পুজার ছুটি। সুতরাং, আরও ১০দিন জীবন পেলো বিসিসিআইর বর্তমান কমিটি।
মূলতঃ শুক্রবার লাঞ্চের পর বিসিসিআইর শুনানির জন্য গঠিন তিনজনের বেঞ্চ পূর্ণ হয়নি। যে কারণে শুনানি আর এগুতে পারেনি। এ কারণেই রায় ঘোষণার দিন ধার্য করা হলো ১৭ অক্টোবর।
তবে ভারতের প্রধান বিচারপতি টিএস ঠাকুর বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে এই মর্ম পার্সোনাল এফিডেভিট জমা দিতে বলেছেন যে, কেন তিনি আইসিসিকে লোধা কমিশনের সুপারিস বাস্তবায়ন না করতে হয় যেন- এটা উল্লেখ করে চিঠি ইস্যু করতে বলেছিলেন।