
হাইতিতে হ্যারিকেন ম্যাথুর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩০
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
হ্যারিকেন ম্যাথুর আঘাতে হাইতিতে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সেখানকার প্রধান নগরী জেরেমির ৮০ শতাংশ ভবন ধ্বংস করেছে ভয়াবহ এই এই ঘূর্ণীঝড়। এছাড়া সুড নগরীর অন্তত ৩০ হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। তাণ্ডব চালিয়ে এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে হ্যারিকেনটি।
ঘণ্টায় ২৩০ কিলোমিটারের বেশি বাতাসের বেগ নিয়ে গত মঙ্গলবার থেকে কিউবা ও হাইতি অতিক্রম করতে শুরু করে ম্যাথুর।
মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যাটাগরি-৪ ঝড়টি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে। ক্রমেই এর শক্তি সঞ্চয় বাড়ছে।
ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন হারিকেন ম্যাথুর গত সপ্তাহজুড়ে শক্তি সঞ্চয় করতে থাকে। ঝড়টি এতো ধীরে ধীরে এগোতে থাকে যে তখন এর ‘শক্তি’ নিয়ে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।