
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের ২২ বিমানবন্দরে সতর্কতা জারি
ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
সন্ত্রাসী হামলার আশঙ্কায়, রাজধানী দিল্লি ও সীমান্তবর্তী চার রাজ্যের ২২টি বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারত। গোয়েন্দা বাহিনী বলছে, কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক অভিযানের বদলা নিতে এসব হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।
সতর্কবার্তায় দিল্লিসহ পাকিস্তানি সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের বিমানবন্দরগুলোকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে বলা হয়েছে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন নিরাপত্তা ব্যুরো প্রত্যেকটি রাজ্যের পুলিশ প্রধান ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী সিআইএসএফের কাছেও বার্তা পাঠিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা ও বেসরকারি এয়ারলাইন্সগুলোকেও নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেছ।
যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য মালামাল আরো কঠোর নজরদারির আওতায় আনা ছাড়াও বিমানবন্দরের পার্কিং এলাকা ও লোডিং এরিয়া ব্যবহারকারী বিমানবন্দরের গাড়িগুলোকে আরও সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।