আন্তর্জাতিক

মরিশাসেই মিলল এমএইচ ৩৭০-র ধ্বংসাবশেষ

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

মরিশাস থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ নিখোঁজ বিমান এমএইচ ৩৭০রই বলে জানাল মালয়েশিয়া প্রশাসন। চলতি বছরের মে মাসে মরিশাস থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষটি পরীক্ষা করে এই কথা নিশ্চিত করে তদন্তের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা। উদ্ধার হওয়া অংশটি বিমানের ডানার অংশ বলে দাবি সংস্থার। ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেজিং যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি নিখোঁজ হয়ে যায়। প্রায় দু’বছর প্রচুর খোঁজাখুঁজি করা হয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার জন্য। বহু স্থানে বিমানের টুকরো পাওয়া নিয়ে বহু কথা হয়েছিল। অনেক ভুয়া খবর এসেছিল। এক সময় প্রায় হতাশ হয়ে আশা ছেড়ে দিয়েছিল অস্ট্রেলীয় সংস্থা। তার মাঝেই এই খবর।  ওই বিমানটির দুটি টুকরো উদ্ধার হয়েছিল। ২০১৫ সালের জুলাই মাসে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে প্রথমটির দেখা মেলে। দ্বিতীয়টির হদিশ মেলে তানজানিয়ার পেম্বা দ্বীপে। সেগুলিকেই শিলমোহর দিল বিশেষজ্ঞরা। সূত্র-কলকাতা টুয়েন্টিফোর

Show More

আরো সংবাদ...

Back to top button