রাজনীতি

আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির ঘোষণাপত্র উপকমিটির সভা কাল

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

আগামীকাল শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুত কমিটির ঘোষণাপত্র উপকমিটির সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ বলা হয়, উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভায় সভাপতিত্ব করবেন। এতে বলা হয়, ঘোষণাপত্র উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ঘোষণাপত্র উপকমিটির সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button