জেলার সংবাদ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

ঢাকা, ০৭ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সাংসদ মো. ইসরাফিল আলমকে জড়িয়ে ফেসবুকে কটূক্তিকর মন্তব্যসহ ছবি পোস্টের অভিযোগে নওগাঁয় মিলন হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রাণীনগর উপজেলার আতাইকুলা বিশ্ববাঁধ এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়। মিলন আতাইকুলা গ্রামের ওসমান আলীর ছেলে।

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি (তদন্ত) মো. আব্দুল্লাহিল জামান।

তিনি আরও জানান, ‘এমডি মিলন ইসলাম’ নামের আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি ইসরাফিল আলমকে জড়িয়ে কটূক্তিকর লেখাসহ ছবি পোস্ট করা হয়েছে—এমন তথ্য বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ থানায় অবহিত করেন। এরপর প্রাথমিক অনুসন্ধান শেষে এলাকাবাসীর সহযোগিতায় বিকেলে আতাইকুলা বিশ্ববাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button