
তিন মাসেও সহিংসতা কমেনি কাশ্মীরে, কারফিউ অব্যাহত
ঢাকা, ০৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরি সহিংসতা ও কারফিউ আজ তিন মাস যাবত অব্যাহত রয়েছে। দিনরাত গুলির শব্দে, সেনাবাহিনীর বুটের আওয়াজে আতঙ্কে দিন কাটছে এ উপত্যকার মানুষদের। পাকিস্তানি মিডিয়ার মতে, ভারতীয় সেনারা তিন মাস যাবত কাশ্মীরিদের জীবনকে জাহান্নাম বানিয়ে রেখেছে। কাশ্মরীদের কান্নার শব্দে মোদি সরকারের প্রাচীর পর্যন্ত প্রকম্পিত হচ্ছে বলে দাবি করেছে এক্সপ্রেস নিউজ উর্দু।
অনেকটা ইট পাথর দিয়েই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে কাশ্মীরি তরুণরা। হাজারো কাশ্মীরি তরুণের চেহারা ক্ষত বিক্ষত। যে কোন সময় যে কোন প্রাণ উড়ে যাচ্ছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, তিন মাসে একশরও বেশি কাশ্মীরি শহিদ হয়েছে। কাশ্মীরিদের ছোঁড়া গুলিতে আঠার’শ বেশি মানুষ অন্ধ হয়। এ ছাড়া আহতের সংখ্যাও অগণিত।
অপরদিকে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মাঝেও চলছে চরম উত্তেজনা। যে কোন সময় যুদ্ধের ঢংকা বেজে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সীমান্তবর্তী মানুষরা ঘর ছাড়তে শুরু করেছেন। মুহুর্মুহু হামলা পাল্টা হামলা হচ্ছে সীমান্তে। পাক-ভারতের চলমান অস্থিরতা কমাতে বিশ্ব নেতাদেরও নজর এখন দক্ষিণ এশিয়ার দিকে।