জাতীয়

এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয় : তথ্যমন্ত্রী

ঢাকা, ০৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন আলোচনার বিষয় নয়। এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো দেশকে স্থায়ীভাবে ‘জঙ্গি’ মুক্ত করা।
আজ শনিবার কুষ্টিয়ার পোড়াদহে ভারল স্কুল সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
“জাতীয় নির্বাচন নিয়ে হৈচৈ কারীদের উদ্দেশ্য” এসময় হাসানুল হক ইনু বলেন, “যারা জঙ্গি দমনের কাজ বাদ দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি সামনে নিয়ে আসতে চাচ্ছে, তারা জঙ্গি দমনের যুদ্ধটাকে ধামাচাপা দিতে চাচ্ছে।”
জাসদ সভাপতি আরো বলেন, ‘হত্যাকারী যেমন অপরাধী, হত্যার পরিকল্পনাকারী, মদদদানকরীও একই অপরাধে অপরাধী। বেগম খালেদা জিয়া হলেন সেই ভয়ঙ্কর নেত্রী, যিনি জঙ্গিদের সমর্থন করেন, আগুন যুদ্ধ করেন, মানুষ পুড়ান এবং জঙ্গী হামলার সরাসরি নেতৃত্বে দেন। সুতরাং মাঠে জঙ্গিদের যদি আমরা দমন করি, তাহলে জাতিকে জঙ্গির সঙ্গী ভয়ঙ্কর নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বর্জন করার সিদ্ধান্ত নিতে হবে।’
এ সময় কেন্ত্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিনসহ জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর মন্ত্রী মিরপুরে আরেকটি রাস্তা উন্নয়নের কাজ উদ্বোধন করে ভাড়লা মাধ্যমিক বিদ্যালয়ে জাসদের সমাবেশে যোগদান করেন।
সূত্র : বাসস

Show More

আরো সংবাদ...

Back to top button