জাতীয়

নজরদারিতে মেজর জিয়া, যে কোনো সময় গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৮ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মূল পরিকল্পনাকারী সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। যে কোন সময় তাকে গ্রেফতার করা হবে।  গতকাল শনিবার রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী  লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে  দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন।

অপরদিকে গতকাল বিকালে গাজীপুরে জঙ্গি আস্থানায় অভিযান পরির্দশন কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গাজীপুরের পাতারটেক এলাকায় নিহত সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তারা তা না করে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে তারা নিহত হয়।

মন্ত্রী বলেন, নারায়নগঞ্জে তামিম চৌধুরী নিহত হওয়ার পর আকাশের নেতৃত্বেই নব্য জেএমবি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে ভবনের দ্বিতীয় তলায় সাত জঙ্গির মরদেহ পাওয়া যায়। তিনটি অস্ত্র জব্দ করা হয়েছে। পাওয়া গেছে কয়েকটি চাপাতি ও একটি গ্যাস সিলিন্ডার। গোলাগুলির সময় ১৪টি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে।

স্বামীবাগে শ্রী শ্রী  লোকনাথ ব্রহ্মচারী  আশ্রম পরির্দশন কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে। অনেকে ধরাও পড়েছেন। বাকিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে। গাজীপুর ও টাঙ্গাইলে র্যাবের অভিযানে জঙ্গি নিহত হবার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অভিযান পূজাকে কেন্দ্র করে বিশেষ কোনো অভিযান নয়, এটি নিয়মিত অভিযানের অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এ সাম্প্রদায়িক সম্প্রীতি  বিনষ্ট করার জন্য একটি মহল প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশে জঙ্গিবাদের কোনো জায়গা নেই। জঙ্গিবাদকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

Show More

আরো সংবাদ...

Back to top button