জাতীয়

পাথরঘাটায় সিন্দুক ভেঙে টাকা চুরি

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বরগুনার পাথরঘাটা ‌উপজেলায় চৌধুরী মার্কেটে ইমরান গিফট হাউজ নামে একটি দোকানের সিন্দুক ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ইমরান গিফট হাউজের মালিক মো. আনছারুজ্জামান জানান, সকালে দোকান খুলে দেখি সিন্দুকের আটটি তালা ভেঙে নগদ ৭৭ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। তবে দোকানের শাটারে তালা ছিল।

তার ধারণা, সংঘবদ্ধ চোরের দল তার টাকা চুরি করেছে।

পাথরঘাটা থানার উপপরিদশক (এসআই) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদশর্ন করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button