আন্তর্জাতিক

ভোট দিলেন ওবামা

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

যুক্তরষ্ট্রের আসন্ন ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রিম আর্লি ভোটিংয়ে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিজের এলাকা শিকাগোতে ভ্রমণকালে শুক্রবার এ ভোট দেন ওবামা।

শিকাগো শহরেরে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় প্রত্যক্ষদর্শীরা মার্কিন প্রেসিডেন্টকে দেখে ওবাম বলে উল্লাস শুরু করেন।

ই্যলেক্ট্রনিক ভোটিং মেশিনের দিকে যাওয়ার আগে ওবামা ভোট কেন্দ্রের কর্মীদের সঙ্গে হাত মেলান এবং তাদের কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর হাঁসির ছলে তিনি ভোট কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকা সংবাদকর্মীদের কথা উল্লেখ করে কেন্দ্রর কর্মীদের জিজ্ঞাসা করেন, এখন তারা আমাকে দেখতে পাবেন না, পাবেন কি?

চলতি নির্বাচনে ডেমোক্রেটিক পর্টির নেতা হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০১২ সালে প্রথম আর্লি ভোটিংয়ে ভোট দেন ওবামা। তখন তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দানের জন্য নিবন্ধনকৃত সকলেই এ আর্লি ভোটিংয়ে ভোটদান প্রকৃয়ায় অংশ নিয়ে ভোটের দিনের আগেই ভোট দান করতে পারবেন।

Show More

আরো সংবাদ...

Back to top button