আইন ও আদালত

নাশকতার ২৩ মামলায় সোহেল কারাগারে

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): নাশকতার ২৩ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছে আদালত।

আজ রবিবার সকালে ঢাকা সিএমএম আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এর আগে সকালে নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির এই নেতা।

২০১৫ সালে রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় এ মামলাগুলো দায়ের করা হয়।

Show More

আরো সংবাদ...

Back to top button