
আন্তর্জাতিক
আফগানিস্তানে সেনা হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৭
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
আফগানিস্তানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন সাতজন। নিহতদের মধ্যে তিনজন সেনা সদস্য এবং বাকি চারজন হেলিকপ্টার ক্রু।
রোববার (০৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।
খবরে বলা হয়, দেশটির বাগলান প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূ-পাতিত করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।