
বিজ্ঞান ও প্রযুক্তি
বাংলাদেশ ইউপিইউয়ের পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) ২৬তম কংগ্রেসে বাংলাদেশকে ইউনিয়নের পোস্টাল অপারেশন কাউন্সিলের সদস্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এশিয়া-ওশেনিয়া অঞ্চল থেকে ভারত, অস্ট্রেলিয়া ও চীনকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
নির্বাচনে ভোট দেয় মোট ১৪৭টি দেশ। ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের কাজ হলো আন্তর্জাতিক ডাক যোগাযোগের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় ও নীতি সহায়তা দেওয়া। এর মধ্যে পোস্টাল অপারেশন কাউন্সিল ইউনিয়নের কাজের মধ্যে রয়েছে- নতুন পোস্টাল সার্ভিস প্রবর্তন, মাসুল নির্ধারণ, কারিগরি সহায়তা নিয়ন্ত্রণ ইত্যাদি।
১৯৭৩ সালে ইউনিয়নের সদস্য হওয়ার পর বাংলাদেশে এ পর্যন্ত পাঁচবার পোস্টাল অপারেশন কাউন্সিল এবং ছয়বার কাউন্সিল অব অ্যাডমিনিট্রেশনের সদস্য নির্বাচিত হয়েছে।