
বিনোদন
শিবসেনার বাধায় ‘রামলীলা’ থেকে বাদ নওয়াজ
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
উগ্রবাদী সংগঠন শিবসেনার বাধার মুখে পৌরাণিক কাহিনী ভিত্তিক নাটক ‘রামলীলায়’ অভিনয় করা হচ্ছে না বলিউডের মুসলিম অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীর।
শিবসেনার দাবি- একটি হিন্দু নাটকের চরিত্রে তারা কোনো মুসলিমকে দেখতে চান না।
নাটক শুরু হওয়ার কয়েক মিনিট আগে তাকে বাধা দেয়া হয় বলে জানা গেছে। কয়েকজন শিবসেনা সদস্য নাটকের আয়োজকদের জানায়, এই নাটকে তারা মুসলিম অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকীকে চায় না।
শিবসেনার একজন সদস্য মুকেশ শর্মা ভারতের টাইমস অব ইন্ডিয়াকে জানান, তাদের গ্রামের গত ৫০/৬০ বছরের ইতিহাসে এই নাটকে কোন মুসলিম অভিনেতার অভিনয়ের নজির নেই।
তবে নওয়াজ বলছেন- ছোটবেলা থেকেই নিজ গ্রাম উত্তর প্রদেশের বুধানায় মঞ্চায়িত রামলীলায় অংশ নেয়ার স্বপ্ন ছিল তার।
আগামীতে নাটকে অংশ নেয়ার সুযোগ পাবেন এমনটাই আশা তার।