
জাতীয়
বনশ্রীতে ট্রাকচাপায় চা দোকানির মৃত্যু
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর বনশ্রীতে ট্রাকচাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। আজ রবিবার নিহতের ভাগনে হারুন বলেন, বনশ্রী ফরাজী হাসপাতালের পাশে মামার একটি চায়ের দোকান রয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদরে বলেও জানান হারুন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহত নজরুল ইসলামের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।