খেলাধুলা

অলক কাপালীর দুর্দান্ত সেঞ্চুরি

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের প্রথম দিনে সেঞ্চুরি করেছেন সিলেটের অলক কাপালী। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে তার সেঞ্চুরিতে পাঁচ উইকেটে ২৮১ রান করেছে সিলেট। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে রাজশাহীর বিপক্ষে ছয় উইকেটে ১৭২ রান করেছে রংপুর।

প্রথম স্তরের ম্যাচে নুরুল হাসানের হাফ সেঞ্চুরির পরও ঢাকা মেট্রোর বিপক্ষে দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১৫৬ রান করেছে খুলনা। অপর ম্যাচে আবদুল মজিদ (৯৬) ও রনি তালুকদারের (৮৪) হাফ সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে পাঁচ উইকেটে ২৮৩ রান করেছে ঢাকা বিভাগ।

প্রথম স্তর: কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনটা ভালোভাবে শেষ করেছে ঢাকা বিভাগ। ওপেনিং জুটিতে আবদুল মজিদ ও রনি তালুকদারের হাফ সেঞ্চুরিতে ১৭৬ রান আসে। দিন শেষে পাঁচ উইকেটে ২৮৩ রান করেছে তারা। মজিদ ১৪৩ বলে ১০ চার ও এক ছক্কায় ৯৬ এবং রনি ১১০ বলে সাত চার ও চার ছক্কায় ৮৪ রান করেন।

মনির হোসেনের দারুণ বোলিংয়ে কিছুটা ঘুরে দাঁড়ায় বরিশাল। মনির ৮০ রানে চার উইকেট নেন। এদিকে প্রথম দিনে খুলনা পাঁচ উইকেটে তুলেছে ১৫৬ রান। ঢাকা মেট্রোর বোলাররা ৬৭ রানে পাঁচ উইকেট তুলে নেয়। পরে নূরুল হাসান সোহানের ৬৬ বলে অপরাজিত ৫৪ ও জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রানে বিপর্যয় কাটায় খুলনা। সৈকত আলী ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

দ্বিতীয় স্তর: ফতুল্লায় দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কাপালী। ১৯৪ বলে সাত চার ও এক ছক্কায় ১০৫ রানে অপরাজিত আছেন তিনি। এছাড়া রাজিন সালেহ করেছেন ৫১ রান। প্রথম দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে পাঁচ উইকেটে ২৮১ রান তুলেছে সিলেট। ইফতেখার সাজ্জাদ দুটি উইকেট নেন।

অপর ম্যাচে বৈরী আবহাওয়ায় আগেভাগে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে রংপুর তেমন সুবিধা করতে পারেনি। ছয় উইকেটে ১৭২ রানে দিন শেষ করেছে তারা। তানভীর হায়দার ৫৩ ও আরিফুল হক ৩৯ রান করে ফিরে গেলেও ৪৬ রানে ব্যাট করছেন সোহরাওয়ার্দী শুভ। ৪৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার ফরহাদ রেজা।

Show More

আরো সংবাদ...

Back to top button