বিনোদন

এবারে হিরোদের চ্যাম্পিয়ন সাভারের বাঁধন

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

`ফেয়ার অ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো` প্রতিযোগিতার এবারের চূড়ান্ত বিজয়ী হলেন সাভারের ছেলে বাঁধন। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা, একটি ব্রান্ড নিউ গাড়ি এবং ইমপ্রেস টেলিফিল্মের পরবর্তী ছবিতে অভিনয় করার সুযোগ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশনের নবরাত্রি হলে `ফেয়ার অ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো; পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’-২০১৬ প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। সেখানে বিচারক ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং ফেরদৌস।

এদিকে ১ম রানার্সআপ হয়েছেন পুশন এবং ২য় রানার্সআপ হয়েছেন তন্ময়। চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী ছিলেন। তারা ৩০ হাজার প্রতিযোগী টপকে শেষ পর্যন্ত এসেছেন।

Show More

আরো সংবাদ...

Back to top button