
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
প্রথম ওয়ানডেতে তীরে এসে তরী ডুবেছিল বাংলাদেশের। ২১ রানের হারে প্রশ্নবিদ্ধ হয়েছিল বাঁ-হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেলের ভূমিকা। বলাবলি হচ্ছিল, একাদশে ফিরিয়ে আনা হবে নাসির হোসেনকে।
তবে, টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বলছে নাসির হোসেনের এই ম্যাচেও ফেরার সুযোগ নেই। সুযোগ নেই পেসার আল আমিন হোসেনেরও একাদশে থাকা। ফলে, বলে দেওয়া যায়, সর্বশেষ শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডে খেলা একাদশের ওপরই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট।
সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারীরা জিতে গেলেই সিরিজ থেকে ছিটকে যাবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম / আল আমিন হোসেন, তাসকিন আহমেদ।