
নাসির খেলবেন আজ, ইঙ্গিত নির্বাচকদের
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
নাসির হোসেনকে কেন বসিয়ে রাখা হচ্ছে? কেন? এই প্রশ্নে জর্জরিত সোশ্য্যাল মিডিয়া। তবে আজ নাসিরকে মাঠে দেখা যাবে। এমনটা ইঙ্গিত করলেন নির্বাচক খালেদ মাহমুদ সুজন। মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসিরকে খেলানোর জন্য ইতোমধ্যে বেশ জোরালো দাবি উঠেছে।
নাসিরকে মূল একাদশে ভেড়ানোর দাবি যখন প্রবল তখনই আশার আলো দেখা গেল। এবার মনে হয় কপাল খুলছে নাসির হোসেনের। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানান, চূড়ান্ত একাদশ মাঠে গিয়েই নির্বাচন করা হবে, তবে রুবেলের পরিবর্তে একাদশে নাসিরকে ভাবা হচ্ছে।
ক্রিকেট ভক্তদের দাবির পক্ষ্র অনেক ভালো যুক্তি রয়েছে। কিন্তু যুক্তির কাছে সিদ্ধান্ত দুর্বল হয়ে পড়ে না। পরশুদিনের ম্যাচে নাসির থাকলে সেই ম্যাচে কোনোভাবেই বাংলাদেশ হেরে যেত না। এমনটা দাবি ভক্তদের।
এদিকে প্রথম ম্যাচে মোশাররফ রুবেল অতিমাত্রায় দুর্বল ফিল্ডিং, ক্যাচ মিস, ধারহীন বোলিং আর ব্যাটিং ব্যর্থতার জন্যই তার পরিবর্তে নাসিরকে দলে নেওয়ার জন্য সামাজিক মাধ্যমে ঝড় ওঠে। অনেকেরই বিশ্বাস, পরশু জিততে জিততে হেরে যাওয়া এই ম্যাচে নাসির দলে থাকলে চিত্রটা অন্য রকমও হতে পারত।