
জাতীয়
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
দুর্গা পূজা উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম।
রোববার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সেনা রিজিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর ফেরদৌস, প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।
সভায় রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি অব্যাহত রাখতে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান।