
কানাডায় হচ্ছে বিশ্বের সর্বোচ্চ কাঠের ভবন
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠের স্থাপনা নির্মিত হচ্ছে কানাডায়। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রক ক্যাম্পাসে ছাত্রদের আবাসিক হল হিসেবে এই ভবনটি নির্মিত হচ্ছে। আগামী বছরের মে মাসের আগেই এটির নির্মান সম্পন্নের আশা করছেন সংশ্লিষ্টরা। আঠারো তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা হবে ১৭৪ ফুট। খরচ পড়বে ৫১ মিলিয়ন ডলার।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের মে মাসের প্রথম দিকে ব্যতিক্রমধর্মী এই প্রাসাদের কাজ শেষ হবে এবং সেপ্টেম্বর থেকে ভবনটিকে চার শতাধিক ছাত্রের আবাসস্থল হিসেবে উদ্বোধন করা হবে।
কানাডার বনভূমি, প্রাকৃতিক সম্পদ মন্ত্রী স্টিভ থমসন পরিবেশ বান্ধব এই প্রসাদ সম্পর্কে বলেন, কাঠ দিয়ে নির্মিত এই ভবন বিশ্বে নির্মাণ কৌশলের অভিনবত্ব, নতুনত্বের দৃষ্টান্ত স্থাপন এবং সম্ভাবনা উন্মোচন করেছে। যার মাধ্যমে কানাডা বনজ শিল্পকে কাজে লাগানোর নতুন সুযোগ খুঁজে বের করছে। সূত্র : দ্য জার্নাল