আন্তর্জাতিক

ইয়েমেনে শেষকৃত্যানুষ্ঠানে বিমান হামলায় নিহত বেড়ে ১৪০

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ইয়েমেনে একটি শেষকৃত্যানুষ্ঠানে বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০ জন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

রোববার (০৯ অক্টোবর) ইয়েমেনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

শনিবার (০৮ অক্টোবর) দেশটির রাজধানী সানায় একটি শেষকৃত্যানুষ্ঠানে সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ সামরিক জোটের বিমান হামলা চালানো হয়েছে দাবি উঠেছে।

তবে সৌদি আরব এই দাবিকে প্রত্যাখান করেছে। ওই হামলার পরপরই তদন্ত শুরু করছে যুক্তরাষ্ট্র। সৌদি জোটের পক্ষে তাদের সমর্থন শিতিল করেছে বলেও জানায় দেশটি।

Show More

আরো সংবাদ...

Back to top button