
জেলার সংবাদ
কেরানীগঞ্জে মদসহ যুবক আটক
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
কেরানীগঞ্জে মদসহ নয়ন বর্মণ (২৭) নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি, দক্ষিণ) সদস্যরা। আজ রবিবার সকালে দক্ষিণ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান মোল্লা এ তথ্য জানিয়েছেন। এর আগে তাকে আটক করা হয়।
ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশি-বিদেশি সাত বোতল মদসহ নয়নকে আটক করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।