খেলাধুলা

একাদশে ফিরলেন নাসির

ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেন অলরাউন্ডার নাসির হোসেন। স্পিনার মোশাররফ হোসেনের জায়াগায় সুযোগ পেলেন তারকা এ ক্রিকেটার।

এর আগে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে একজন ফিনিশারের অভাবে।  ৩০৯ রান তাড়া করতে নামা বাংলাদেশ শেষ ১৭ রানে তালগোল পাকিয়ে ৬ উইকেট হারিয়ে বসলে ইংলিশবধের দারুণ এক সুযোগ হাতছাড়া হয়।

বিষাদ ছড়ানো অমন হারের পর চারদিক থেকে দাবি উঠেছে মোশাররফ রুবেল কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে নাসির হোসেনকে খেলানো হোক। আর সমর্থকদের এমন দাবিকে বাস্তবে রুপ দিলেন নির্বাচকরা।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলে থাকার পরও চূড়ান্ত একাদশে দেখা যায়না নাসিরকে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচেই বসে ছিলেন সাইড বেঞ্চে। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই অফস্পিন অলরাউন্ডারকে দেয়া হয়নি তেমন সুযোগ। তবে তার ভক্তদের আশা অবশেষে পূরণ হলো।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদ।

Show More

আরো সংবাদ...

Back to top button