
খেলাধুলা
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): টসে জিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন ওভার শেষে বিনা উইকেট ৭ রান।
বাংলাদেশ দলে একটি পরিবর্তন; মোশাররফ হোসেনের বদলে একাদশে ফিরেছেন নাসির হোসেন। ইংল্যান্ড দল অপরিবর্তিত আছে।
টসের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টসে জিতলে তিনিও বোলিং নিতেন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।