
আজিমপুরের সেই তিন নারী ‘জঙ্গি’ ৭ দিনের রিমান্ডে
ঢাকা, ০৯ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
রাজধানীর আজিমপুর থেকে জঙ্গি সন্দেহে আটক ৩ নারীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওই নারীরা হলেন আবিতাতুন ফাতেমা, আফরিন প্রিয়তি ও শায়লা আফরিন।
রোববার মহানগর মো. নূর নবী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পুলিশ আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১০ সেপ্টেম্বর রাতে আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে এক বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে এই ৩ নারীকে আহত অবস্থায় আটক করে পুলিশ। পরে তদেরকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
অভিযান শেষে ওই বাড়ি থেকে তানভীর কাদেরীর লাশ উদ্ধার করা হয়। ওই তিন নারী মরিচের গুঁড়া ও ছোরা নিয়ে হামলা চালিয়েছিলেন বলে সেদিন পুলিশ কর্মকর্তারা জানায়। আহত ৩ নারীর মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হন। বাকি দুজন ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ।
এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর লালবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক এ মামলার তদন্ত করছেন।