
৭ জঙ্গির ছবি প্রকাশ, পরিচয় জানানোর অনুরোধ
ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ার চারটি আস্তানায় পুলিশ এবং র্যাবের অভিযানে নিহত ১২ জঙ্গির মধ্যে গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেকের ৭ জনের ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।
রোববার দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পেইজে ছবি প্রকাশ করা হয়। কেউ তাদের প্রকৃত পরিচয় জানলে ডিএমপির ফেসবুক পেজের (https://www.facebook.com/dmpdhaka/?fref=ts) ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির ফেসবুক পেইজে বলা হয়েছে, ‘গত ৮ অক্টোবর ২০১৬ গাজীপুরের পাতারটেকে পুলিশের সাথে জঙ্গিদের গুলি বিনিময়কালে ৭ জঙ্গি নিহত হয়। জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি। যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।’
গত শনিবার দিনভর গাজীপুর, টাঙ্গাইল ও আশুলিয়ার চারটি আস্তানায় অভিযানে ১২ জঙ্গি নিহত হয়। এরমধ্যে পাতারটেকের একটি বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের অভিযানে সাতজন নিহত হন। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, পাতারটেকে নিহতরা সবাই নব্য জেএমবির আত্মঘাতী দলের সদস্য। গাজীপুরের পাতারটেক, টাঙ্গাইল ও আশুলিয়ায় অভিযানের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। সব জঙ্গির লাশ এখনও মর্গে পড়ে আছে। এ নিয়ে গত তিন মাসে নব্য জেএমবির অন্তত ৩৩ জঙ্গি নিহত হয়েছে।
পাতারটেকে অভিযানে নিহতের মধ্যে আকাশ ছাড়াও আরও চারজনের প্রাথমিক পরিচয় রোববার শনাক্ত হয়েছে। শনিবার দিনভর অভিযানে নিহত ১২ জনের প্রাথমিক পরিচয় পাওয়া গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও শতভাগ নিশ্চিত হতে পারেনি। তাই ডিএনএ আলামত ও জাতীয় পরিচয়পত্রের সার্ভারে সংরক্ষিত তথ্য মিলিয়ে দেখা হবে।