খেলাধুলা

টুইটারে ‘তামিম’কে টাইটারে লিখলেন স্টোকস

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪): ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে সাজঘরে ফিরিয়ে তখন আনন্দে আত্মহারা বাংলাদেশ দল। কারণ তার ওপরই ইংল্যান্ড দলের ভরসা। ঠিক সেই মুহূর্তে এই উইকেটটি শিকার করা খুব জরুরি ছিল বাংলাদেশ দলের জন্য। আর তা যখন পেয়ে গেল টাইগাররা। তখন উল্লাসটা একটু বেশি হওয়াই স্বাভাবিক। আর তাতেই চটে গেলেন জস বাটলার। পরে অ্যাম্পায়ার এসে পরিস্থিতি স্বাভাবিক করলেন।

এখানেই শেষ নয়। ম্যাচ শেষে যখন দুই দলের হাত মেলানোর সময় এলো তখন তামিম ইকবালের সাথে বিবাদে জড়ালেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। শুধু তাই নয়, তামিমকে উদ্দেশ্য করে কিছু বলতেও দেখা গেছে স্টোকসকে। অবশ্য তামিমও ছেড়ে কথা বলেননি, তাকেও পাল্টা জবাব দিতে দেখা গেছে।

এদিকে বেন স্টোকস ম্যাচ শেষে এই ইস্যু নিয়ে নিজের টুইটারের লিখেছেন, ‘আজকের জয়ে বাংলাদেশকে অভিনন্দন, তারা আমাদের আজ সব ডিপার্টমেন্টে হারিয়েছে। কিন্তু আমার দলের কারো সাথে হ্যান্ডশেকের সময় কাঁধে ধাক্কা দিলে সেটা আমি সমর্থন করব না।’

Show More

আরো সংবাদ...

Back to top button