জাতীয়

লিফটে ৩৩ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী!

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

সচিবালয় থেকে বের হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে ৩৩ মিনিট আটকে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (১০ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে লিফট ভেঙে তাকে উদ্ধার করা হয়। এর আগে দাফতরিক কাজ শেষে সচিবালয় থেকে বের হওয়ার সময় লিফটে আটকা পড়েন মন্ত্রী।

সচিবালয়ে দায়িত্বরত সিনিয়র পুলিশ সুপ‍ার (এসপি) জুলফিকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩ মিনিট পরে লিফটের এক অংশ খুলে মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে, তিনি সুস্থ রয়েছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী সচিবালয়ে থাকায় স্বাস্থ্যমন্ত্রীর লিফটে আটকে পড়ার বিষয়টি কারও নজরে আসেনি। ৩৩ মিনিট পরে কর্মচারীরা টের পেলে দরজা ভেঙে উদ্ধার করা হয় মন্ত্রীকে।

মাত্র দুই মাস আগে সচিবালয়ের তিন নম্বর ভবনে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষ থেকে কিছুটা দূরে লিফটটি স্থাপন করা হয়। দাফতরিক কাজ শেষে চার তলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নামার সময় দোতলায় এসে লিফটটি হঠাৎ আটকে
যায়। এসময় তার সঙ্গে ব্যক্তিগত সহকারী এবং দলীয় নেতা-কর্মীরা ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button