জাতীয়

নেভির অডিটর মানিক চন্দ্র গ্রেফতার

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা খালিশপুরের নেভির অডিটর মানিক চন্দ্র মৈত্রকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

মানিক চন্দ্র খুলনার দৌলতপুর থানার মোল্লার মোড়ের পাবলা গ্রামের নগেন্দ্রনাথ মৈত্রে ছেলে। তিনি আর্মির সাবেক অডিটর।

২০০৫ সালে আর্মির অডিটর থাকাকালীন পরস্পর যোগসাজশে ১৮ আর্মি অফিসারের নামে ভুয়া বিল পাস করে আত্মসাত করেন। এ অভিযোগে ২০১৫ সালের ২৪ নভেম্বর মানিক চন্দ্র মৈত্রসহ সাত জনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক।

Show More

আরো সংবাদ...

Back to top button