জাতীয়

ময়মনসিংহে কমিউনিটি পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশের নেতা-কর্মীরা।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মোমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বে তারা নগরীর গোলপুকুর পাড়, দুর্গাবাড়ি, মদন বাবু রোড, শিববাড়িসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

‌এ সময় কমিউনিটি পুলিশের নেতা-কর্মীরা ভক্ত ও পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কমিউনিটি পুলিশের নেতা শাখাওয়াত হোসেন বাবুল, সারোয়ার জাহান স্বপন, মাহবুবুল হক কাজল, হামিদুল হক, রোকন উদ্দিন, বিল্লাল হোসেন, আনিসুর রহমান, তোফাজ্জল হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Show More

আরো সংবাদ...

Back to top button