
মেমোরি কার্ডের দাম এক হাজার গুণ কম দেখিয়ে শুল্ক ফাঁকি
ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):
৪০০ টাকা মূল্যের মেমোরি কার্ডের দাম মাত্র ৪১ পয়সা দেখানোর অভিযোগে একটি মেমোরি কার্ডের চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। হিসাব করে দেখা যায়, প্রতিটি মেমোরি কার্ডের দাম প্রায় এক হাজার গুণ কম দেখানো হয়েছে।
সোমবার হযরত শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে মেমোরি কার্ডের চালানটি আটক করা হয়।
মেমোরি কার্ডের চালানটি কম্পিউটার রহিমা প্লাজার সিস্টেম টেকনোলজি এবং মোতালেব প্লাজার এসটি এন্টারপ্রাইজের নামে বাংলাদেশে এসেছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, মেমোরি কার্ড বা ইউএসবি ফ্ল্যাশ চিপ আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটিসহ (সিডি) মোট ৫৮ দশমিক ৬৯ শতাংশ ট্যাক্স দিতে হয়। তবে তারা প্রতি পিস মেমোরি কার্ডের মূল্য ৪১ পয়সা দেখিয়ে ২৬ দশমিক ৭ শতাংশ ট্যাক্স দিয়েছে। পণ্যটির বাজারমূল্য যাচাই করে দেখা যায়, প্রতিটি ৮ জিবির দাম ৩০০ এবং ১৬ জিবি ৪০০ টাকা। তাই মিথ্যা ঘোষণা দেয়ায় ৩ হাজার ৮০০ পিস মাইক্রো এসডি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
আমদানিকারকের বিরুদ্ধে ‘মিথ্যা ঘোষণা’র অভিযোগ এনে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ড. মইনুল।