আইন ও আদালত

নারায়ণগঞ্জে দুই জেএমবিকে ২০ বছরের কারাদণ্ড

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

নারায়ণগঞ্জের বন্দরে একটি বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ ট্র্যাইবুনালের বিচারক কামরুন নাহার এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মো. হোসেনের ছেলে মাহাবুব (২২)। রায় ঘোষণার সময় আদালতে তারা হাজির ছিলেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি জাসমিন আহমেদ ও সালাউদ্দিন সুইট মামলার বরাত দিয়ে জানান, ২০০৭ সালের ৭ জানুয়ারী টাঙ্গাইল হতে সাইফুল ইসলামকে বিস্ফোরকসহ গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই দিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর এলাকা হতে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডেটোনেটর, ২২টি লোহার হ্যান্ড গ্রেনেড, জিহাদি বইসহ বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ওই ঘটনায় র‌্যাবের তৎকালীন ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

Show More

আরো সংবাদ...

Back to top button