জেলার সংবাদ

নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের বারান্দা ধসে শ্রমিকের মৃত্যু

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাত্রী হোস্টেলের বারান্দা ধসে আবদুল মোমিন (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি এমদাদ হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, শহরতলির ঠেঙ্গামারা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের মালিকানাধীন রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে ছাত্রী হোস্টেলের ৯ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। গাড়ির সেডের জন্য তৃতীয় তলায় বারান্দা বর্ধিত করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ ওই বর্ধিত অংশ ধসে যায়। এতে চাপা পড়ে ঢালাই শ্রমিক বগুড়া সদরের শাখারিয়া গ্রামের টুকু মিয়ার ছেলে আবদুল মোমিন ঘটনাস্থলে মারা যান।

এ ঘটনায় আহত হন- নির্মাণ শ্রমিক রিপন, আবদুর রউফ, জহুরুল ইসলাম, খোরশেদ, উজ্জ্বল, ফারুক ও রকি। এদের বাড়ি বগুড়া সদর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায়।

খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান।

নির্মাণ প্রতিষ্ঠানের প্রকৌশলী মাসুদুর রহমান জানান, তিনি নির্মাণাধীন ভবনের সেড ধসে যাওয়ার কথা শুনেছেন। কিন্তু হতাহতের ব্যাপারে কিছু জানেন না। ধসের কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

Show More

আরো সংবাদ...

Back to top button