বিনোদন

সিঁদুর নিয়ে নিশো-উর্মিলা

ঢাকা, ১০ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

কোন এক হোলি খেলাতে ভুল করে জয়ার মাথায় সুমিত লাল আবির পরিয়ে দেয়। সেই থেকে জয়া আবিরকে ‘সিঁদুর’ মনে করে সুমিতকেই স্বামী মনে করে। কিন্তু তার মনের ভালোবাসার কথা সুমিতকে প্রকাশ করা হয় না। আজ দীর্ঘ দিন পরে আবারও সুমিতদা পূজাতে বেড়াতে এসেছে জয়াদের বাড়িতে।

কিন্তু মা দুর্গা এবারে এসেছে ঘোটকে, আর ঘোটক মানে অমঙ্গল আর এই অমঙ্গলের শংকায় জয়া তার ভালোবাসার কথা সুমিতকে জানাতে ভয় পায়। মনে মনে ভাবে যদি সুমিতদা তার ভালোবাসা প্রত্যাখ্যান করে। সেই ভয়ে নিজেকে গুটিয়ে রাখে জয়া পুরোটা পূজোর সময় জুড়ে।

একটা সময় সুমিত অনুভব করে জয়া কেন তাকে উপেক্ষা করছে, সুমিতও তো তার ভালোবাসার কথা বলতে চায়, কিন্তু জয়ার আচরণে সে অবাক হয়। এরপর অব্যক্ত ভালোবাসার গল্পটি কোন দিকে মোড় নেয় তা জানার জন্য দেখুন সারোদীয় দূর্গোৎসব উপলক্ষে আরটিভির বিশেষ নাটক ‘সিঁদুর’।

১১ই অক্টোবর রাত ৮টা ২০ মিনিটে নাটকটি আরটিভিতে প্রচার হবে। মেজবাহ উদ্দীন সুমন এর রচনায় এবং মিলন ভট্টাচার্য্য এর পরিচালনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, উর্মিলা শ্রাবন্তী কর, সমিরা খান মাহি ও আরোও অনেকে।

Show More

আরো সংবাদ...

Back to top button