জেলার সংবাদ

বেনাপোলে অস্ত্রসহ আটক ৩

ঢাকা, ১১ অক্টোবর, (ডেইলি টাইমস ২৪):

বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে ফেরার সময় দু’টি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি রামদাসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোলের পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের নওশের আলীর ছেলে আব্দুল্লাহ (৪০), একই গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে জাকীর হোসেন (৩৫) ও জাহিদ হাসান (৩৩)।

২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, নাশকতা চালানোর উদ্দশ্যে এসব অস্ত্র ভারত থেকে আনা হচ্ছিলো বলে সন্দেহ করা হচ্ছে। আটকদের মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Show More

আরো সংবাদ...

Back to top button